বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ইংরেজি সংবাদ বুলেটিন শিগগির চালু হচ্ছে

Posted by

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে শিগগিরই চালু হতে যাচ্ছে ইংরেজি সংবাদ বুলেটিন। এজন্য সংবাদ পাঠক-পাঠিকাদের চূড়ান্ত অডিশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থেকে ইংরেজি সংবাদ বুলেটিন চালুর জন্য গত ২১ আগস্ট থেকে সংবাদ পাঠক-পাঠিকাদের তিন দিনব্যাপী প্রাথমিক অডিশন নেয়া হয়।  এতে মোট ১৬৫ জন অংশগ্রহণ করেন।

প্রাথমিক অডিশনে উত্তীর্ণদের চূড়ান্ত অডিশন নেয়া হয় গত ১২ সেপ্টেম্বর।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রেএতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, অধ্যাপক ড. মোহীত উল আলম এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল মোমেন।

এ ব্যাপারে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বলেন, ‘অডিশনের চূড়ান্ত ফলাফল শিগগির প্রকাশ করা হবে।

তারপরই আমরা কেন্দ্র থেকে প্রথমবারের মতো ইংরেজি সংবাদ বুলেটিন সম্প্রচার শুরু করব।’

উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর জানান, চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসে এই বুলেটিন চালু হবে।

উল্লেখ্য, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে বর্তমানে কেবল বাংলা সংবাদ বুলেটিন প্রচারিত হয়।

আরো পড়ুন…

মতামত দিন