রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগ

Posted by

রেডিও ভেরিতাস এশিয়া এর বাংলা বিভাগের শর্ট ওয়েভ সম্প্রচার শুরু হয় ১লা ডিসেম্বর ১৯৮০ সাল থেকে ফিলিপাইন্সের মানিলা শহর থেকে ।

রেডিও ভেরিতাস এশিয়া১৯৭৮ সালে জানুয়ারী মাসে জয়ন্ত চৌধুরী (ভয়েস অফ আমেরিকার প্রাক্তন পরিচালক) রেডিও ভেরিতাস এশিয়া বাংলা অনুষ্ঠান পরিচালনা শুরু করেন।

১লা ডিসেম্বর ১৯৮০ সালে রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগ ডঃ রমেন মজুমদারের তত্ত্বাবধানে মানিলা, ফিলিপাইন্স থেকে সম্প্রচার শুরু হয়।

এখন কলকাতার চিত্রবাণী মিডিয়া সেন্টার ও বাংলাদেশের বাণীদীপ্তি যৌথভাবে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

সাময়িকভাবে কলকাতার নিকিতা ডন বস্কো মিডিয়া সেন্টারও এই কাজে রেডিও ভেরিতাসের সঙ্গে যুক্ত ছিল।

১লা জুলাই ২০১৮ থেকে রেডিও ভেরিতাস এশিয়া প্রযুক্তির সাহায্য নিয়ে সম্পূর্ণ ডিজিটাল অন লাইন রেডিও অনুষ্ঠান পরিচালনা করছে।

যাতে শুধু এশিয়া নয় বরং বিশ্বের সকল মানুষের কাছে রেডিও ভেরিতাস সত্য শান্তি, ভালোবাসা, একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া যায়।

রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের ওয়েব সাইট : veritas bangla

বর্তমানে কলকাতার চিত্রবাণী মিডিয়া সেন্টার ও বাংলাদেশের বাণীদীপ্তি যৌথভাবে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

সাময়িকভাবে কলকাতার নিকিতা ডন বস্কো মিডিয়া সেন্টারও এই কাজে রেডিও ভেরিতাসের সঙ্গে যুক্ত ছিল।

ভারত ও বাংলাদেশের অগণিত বাংলাভাষী মানুষ যারা সত্য ও ভালবাসার আন্বেষণ করে তারা জীবনের প্রতিপদে রেডিও ভেরিতাস বাংলাকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে।

রেডিও ভেরিতাস এশিয়া’র বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা

In PHILIPPINES
Radio Veritas Asia
Buick St., Fairview Park
Quezon city
Metro Manila – 1106
Philippines
Mobile: +6329390011 – 15

In INDIA
CHITRABANI
76 Rafi Ahmed Kidwai Road
Kolkata – 700 016
www.chitrabani.net
[email protected]
FB: Chitra Bani

In BANGLADESH
BANIDEEPTI
61/1, Subhash Bose Avenue
Luxmibazar
Dhaka – 1100
www.sklypratibeshi.org
[email protected]

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

তথ্যসূত্র : পত্রিকা, আর্টিকেল, ওয়েব, ব্লগ থেকে সংগৃহীত ও সম্পাদিত।

মতামত দিন