‘পিআইবি’ উপজেলার সাংবাদিকদেরকে প্রশিক্ষণের আওতায় আনছে

Posted by
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বাংলাদেশের সকল উপজেলার সাংবাদিকদেরকে প্রশিক্ষণের আওতায় আনার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পিআইবি - প্রেস ইনস্টিটিউট বাংলাদেশএক ফেসবুক পোষ্টে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিআইবি সাংবাদিকতায় মানবসম্পদ উন্নয়নের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সময়োপযোগী দীর্ঘ এবং স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ও বিভিন্ন গণমাধ্যম উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান – পিআইবি সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেতার-টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিক, তথ্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা এবং যোগাযোগকর্মীদের জন্য স্বল্পমেয়াদে বুনিয়াদি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

আরও পড়ুন- ঘরে বসে নিজেই বানিয়ে নিন ই-টিআইএন

একইসঙ্গে সাংবাদিকতায় দীর্ঘ মেয়াদি মাস্টার্স ও স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আয়োজন করে থাকে।

এছাড়াও গণমাধ্যম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু ও বিষয়ের ওপর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম এবং সংলাপেরও আয়োজন করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় প্রোগ্রামের সংখ্যা ও কলেবর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ বিভাগে পুরোপুরি প্রযুক্তিগত সুযোগ-সুবিধাও সৃষ্টি হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চলের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ চাহিদা জানা ও তাদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য নিম্নোক্ত ফরমে আহবান করছে। ফরমে উল্লেখিত তথ্যগুলো যথাযথভাবে পুরণ করে প্রেরণের অনুরোধ করা হলো।

শুভেচ্ছান্তে –
অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ

ফরম লিংক : https://forms.gle/UrcrkrpUhjHuJLVg6 অথবা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ওয়েবসাইট www.pib.gov.bd খুলে “অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগ” গিয়ে “অনলাইনে আবেদন ফরম”পূরণ করে সাবমিট করতে হবে।

মতামত দিন